বাশার আল-আসাদের বিরুদ্ধে সিরিয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিচারক তৌফিক আল-আলি নিউজ এজেন্সি সানাকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, '২০১১ সালের ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত অভিযোগে অপরাধী বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।'
তিনি আরও বলেন, পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের ফলে মৃত্যু এবং স্বাধীনতা হরণ করার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
বিচারক বলেন, 'এই বিচারিক সিদ্ধান্ত ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের এবং আন্তর্জাতিকভাবে মামলাটি পরিচালনার দরজা খুলে দিয়েছে।'
২০১১ সালের মার্চ মাসে আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহের উৎপত্তিস্থল ছিল দারা অঞ্চল। সেখানে সংঘটিত হত্যাকণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার নেতা বাশার গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। গত জানুয়ারিতে বিদ্রোহী আহমেদ আল-শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।
Comments