পূজা উপলক্ষে ৭ দিন ছুটি আখাউড়া স্থলবন্দর

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে ৭ দিনের জন্য স্থগিত হতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চিঠির প্রেক্ষিতে ২ দেশের ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৪ দিন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর ফের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। এতে ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিন বন্ধ থাকছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়া মাঝে ৪ ও ৫ অক্টোবর খোলা থাকলেও বন্ধের প্রভাবে আমদানি রপ্তানি হওয়ার সম্ভাবনা কম। বন্ধের পর ৮ অক্টোবর বুধবার থেকে আমদানি-রপ্তানি ফের স্বাভাবিক হবে।
তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় স্থলবন্দরের শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Comments