জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না: নিপুন রায়

বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি'র ঢাকা জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিপুন রায় চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। জনগণ চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করতে পারবে। সরকারের চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতিকে জনগণ মেনে নেবে না।
তিনি জানান, এ বছর দক্ষিণ কেরানীগঞ্জের ৬৫টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি মণ্ডপকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা এবং সাড়ে ৯ হাজার শাড়ি উপহার দেওয়া হয়েছে স্থানীয় পরিবারগুলোকে।
এছাড়াও শারদীয় দুর্গাপূজার সপ্তমী উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মির্জাপুর বাসায় ১৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হবে। এ আয়োজনে সকল ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপহারপ্রাপ্তরা।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছর দক্ষিণ কেরানীগঞ্জে নানা কর্মসূচি আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এবারের আয়োজনেও উপহার বিতরণ এবং মির্জাপুরে মহাভোজকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
Comments