'বিএনপি এলে কেরানীগঞ্জ হবে মডেল সিটি'

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো প্রকার পিআর পদ্ধতিতে হবে না, বরং ফেব্রুয়ারির প্রথম অধ্যায়েই অনুষ্ঠিত হবে। যারা বলেন নির্বাচন হবে না, তাদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন-এ কথা বলে কোনো লাভ নেই, নির্বাচন হবেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান অনেক আগেই বলেছিলেন-বিনা ভোটের এমপি-মন্ত্রীরা একদিন সংসদ থেকে পালিয়ে যাবে। আজ সেই কথাই বাস্তবে পরিণত হয়েছে। শেখ হাসিনার অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার বইবে। কেরাণীগঞ্জকে আধুনিক মডেল সিটিতে রূপান্তর করা হবে। কামরাঙ্গীরচর ও খোলামোড়া এলাকায় নির্মিত হবে নতুন দুটি সেতু। জনগণকে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, গত ১৬ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছে।
এখন সময় এসেছে মুক্তির। তিনি ঘোষণা দেন-বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হবে ৩১ দফা কর্মসূচি। পাঠ্যবইয়ে থাকবে বিদেশি ভাষা শিক্ষা, যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। শিক্ষার্থীদের জন্য চালু হবে শিক্ষা সহায়তা ভাতা। মা-বোনদের জন্য থাকবে ফ্যামিলি কার্ড। বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
তার ভাষায়, বিএনপি সরকার গঠন করলে কেরাণীগঞ্জ হবে একটি আধুনিক মডেল টাউন।
আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল কবিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন-কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহ-সভাপতি মো. সাজিম, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা তারেক ইমাম বাবুল, সেলিম রেজা শাক্তার, সাবেক চেয়ারম্যান মিজান, সুলতান খান, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম প্রমুখ।
সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কেরাণীগঞ্জে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
Comments