ইতালিতে বাংলাদেশি যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ইতালির উম্ব্রিয়া প্রদেশের স্পোলেতো (Spoleto) শহরের এক পার্কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় ২১ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতের নাম প্রাথমিকভাবে জানা গেছে বালা সাগর, ডাকনাম অভি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিখোঁজ হন ওই যুবক। একাধিক জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যায় স্থানীয়রা একটি পার্কের পাশে দুটি কালো বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুটি বস্তার একটিতে মাথা ও পা বিচ্ছিন্ন দেহ এবং অন্যটিতে দেহের বাকি অংশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
এই ঘটনায় প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রবাসী কমিউনিটি নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন— এই ধরনের একটি বর্বর ঘটনা শুধু একজন বাংলাদেশিকে হারানো নয়, পুরো প্রবাসী সমাজের নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। ইতালির প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, তবে বাংলাদেশ দূতাবাসকে এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড পিছনে ফুলুচ্ছি সংক্রান্ত কোন বিষয় আছে কি তা খতিয়ে দেখা দরকার। ঘটনার পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের আত্মীয়-স্বজন খোঁজে পেলে আইনি সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস বা স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Comments