বরিশালে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায়। অনেক সড়কই এখন পানিতে তলিয়ে গেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, বগুরা রোড, মুসলিম গোরস্থান রোড, কালিবাড়ি রোড, অক্সফোর্ড মিশন রোড, ভাটিখানা এলাকার রাস্তাঘাট এখন পানির নিচে। ফলে দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ জানিয়ে দ্রুত সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। বঙ্গোপসাগরে লঘু চাপের কারনে এমন বৃষ্টি বলে জানান তারা।
এদিকে জলাবদ্ধতা সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহনের পাশাপাশি কাজ চলছে বলে জানান সিটি করপোরেশন কতৃপক্ষ।
Comments