কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ হতে সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা ও রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ রোহিতপুর বাজারে তার নিজ প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অহিদুল ইসলাম ধর্মশুর গ্রামের হাজী আঃ মান্নান মেম্বার ও ফয়জুন নেছার ছেলে।
পরিবারের পক্ষ হতে জানান হয়েছে যে, গ্রেফতারকৃত অহিদুলের বিরুদ্ধে একটি মামলা থাকলেও তিনি সে মামলায় জামিনে ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের পর উপজেলায় গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে।
Comments