রাশফোর্ডের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে বার্সার জয়

ইংল্যান্ডের ক্লাব থেকে ধারে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে খেলছেন মার্কাস রাশফোর্ড। তাদের জার্সিতেই তিনি গতকাল (বৃহস্পতিবার) মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে নিজ দেশে ফেরেন। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে সেই ফেরাটা হয়েছে স্মরণীয়। নতুন ঠিকানায় কেবল প্রথমবার স্কোরবোর্ডে নামই তোলেননি, জোড়া গোলে বার্সাকে জিতিয়ে মাঠও ছেড়েছেন।
গতকাল দিবাগত রাতে সেন্ট জেমস পার্কে স্বাগতিক নিউক্যাসলের ওপর দাপট দেখিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর তারা একেবারে শেষ মিনিটে ব্যবধান কমায়। এর আগে প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। রাশফোর্ড দুটি গোল করেছেন ৯ মিনিটের মধ্যে। ৬৫ শতাংশ বলের পজেশন রেখে বার্সেলোনা ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল নিউক্যাসলের।
ম্যাচের শুরু থেকেই বার্সা-নিউক্যাসল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে। তবে প্রথম সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি নিউক্যাসল। নবম মিনিটে হার্ভে বার্নস শট নিয়ে পরাস্ত হন কাতালান গোলরক্ষক হুয়ান গার্সিয়ার কাছে। ১৫ মিনিট পর আবারও তাকে হতাশ করেছেন বার্সার তরুণ এই গোলরক্ষক। বিপরীতে বার্সা বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কার্যকর শট নিতে পারছিলেন না রাশফোর্ড-রাফিনিয়ারা। বিরতির আগে একটিমাত্র শট গোলের লক্ষ্যে নিয়েছেন রবার্ট লেভান্ডফস্কি। তবে নিউক্যাসল গোলরক্ষক তাকে সফল হতে দেননি।
ম্যাচের ডেডলক ভাঙে ৫৮ মিনিটে। ডিফেন্ডার জুলস কুন্দের ক্রস পেয়ে ডি-বক্সে রাশফোর্ড গতিময় হেডে বল জালে পাঠান। যা বার্সার হয়ে এই ইংলিশ ফরোয়ার্ডের প্রথম গোল। মিনিট নয়েক পরই দৃষ্টিনন্দন গোলে লিড ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ায়। হ্যারি কেইনের পর প্রথম কোনো ইংলিশ খেলোয়াড় হিসেবে বাইরের দলের হয়ে ২৭ বছর বয়সী এই তারকা স্বদেশি ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন।
ব্যবধান কমাতে মরিয়া ছিল নিউক্যাসল। তবে ৭৪তম মিনিটে ব্রুনো গুইমারেসের শট ঠেকিয়ে তাদের ফের হতাশ করেন গার্সিয়া। ৯০ মিনিটেই আসে তাদের কাঙ্ক্ষিত গোল। যদিও তখন ঢের দেরি হয়ে গেছে। তবুও অ্যান্টনি গর্ডনের গোলটি ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। জ্যাকব মার্ফির পাস বক্সে পেয়ে ডানদিক দিয়ে তিনি গোল করেছেন। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে দানি ওলমোর নিচু শট ঠেকিয়েছেন নিউক্যাসল গোলরক্ষক।
Comments