ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি বাস্তবায়নে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল- ঢাকা- কুয়াকাটা মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় একর্মসূচী পালন করে বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় সড়কের দুই পাশে জযনযটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারন যাত্রীরা। প্রায় ৪০ মিনিট পর অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা সারজিস আলম ও হাসনাতকে অবাঞ্চিত ঘোষনা করে বলেন, প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/ সমমানের পদ সংরক্ষণ করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা না হলে সারাদেশ অচল করে দেয়ারও হুমকি দেয় তারা।
Comments