সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে কুমিল্লা প্রবাসীর অভিযোগ

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামে প্রবাসী ইমাম আলী শাহজীর নিজস্ব জমির উপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার সোলেমান মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী ইমাম আলী শাহজী জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন। ওই সুযোগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোলেমান মেম্বার তার জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ করেন। আগে ওই স্থানে চিকন একটি সড়ক ছিল, যা দিয়ে মানুষ চলাচল করত। তবে গ্রামে নতুন রাস্তার টেন্ডার হলে সোলেমান মেম্বার নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার পথ পরিবর্তন করে নিজের বাড়ির সামনে দিয়ে নেন, ফলে পুরো সড়ক ইমাম আলীর জমির উপর পড়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, সোলেমান মেম্বার নিজের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই সড়কের দুই পাশে টাইলস বসিয়ে ফুলগাছ ও লাইট লাগিয়েছেন, যা সম্পূর্ণ তার ব্যক্তিগত জমির উপর করা হয়েছে।
অন্যদিকে, ইমাম আলীর ভাই জয়নাল আবেদীন বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোলেমান মিয়া তাদের হয়রানি করতে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। তিনি জানান, সোলেমান মিয়া তার নামে পাঁচটি মামলা করেছিলেন। তবে আদালতে নকশা যাচাই করে প্রমাণিত হয়, তাদের দেয়াল কোনো সরকারি জায়গায় নয়, বরং ব্যক্তিমালিকানাধীন জমির উপর।
জয়নাল আরও জানান, পূর্বে সড়ক প্রশস্ত করার জন্য সোলেমান মিয়ার আবেদন তৎকালীন সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারো তিনি শতাধিক লোক নিয়ে এসে তাদের বাড়ির দেয়াল ভেঙে সড়ক নির্মাণের কাজ শুরু করেন।
ভুক্তভোগী পক্ষ দাবি করছে, আদালতে মামলার পর কোর্ট থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তার কপি তাদের কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সোলেমান মিয়া বলেন,আমি কারো জায়গা দখল করিনি। সরকারি জায়গায় রাস্তা হয়েছে। সরকার রাস্তা নির্মাণ করেছে জনসাধারণের উপকারের জন্য।
Comments