ইতালির মনফালকনে বিএনপির আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে আহবায়ক কমিটি গঠন ও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালির মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি।
রোববার স্থানীয় একটি হলরুমে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হামিম হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন শেষে আগামীতে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি কমিটি গঠনের জন্য আহ্বায়ক কমিটি নিয়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে আলোচনা করা হয়। ইতিমধ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এর নিকট আহবায়ক কমিটির নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছে তা উপস্থিত নেতাকর্মীদের সামনে উপস্থাপন করা হয় এবং উপস্থিত দলীয় কর্মীরা এই আহ্বায়ক কমিটিকে সমর্থন জানান।
বক্তারা বলেন, এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৭ বছরে একমাত্র বিএনপি বারবার গণতন্ত্রকে রক্ষা করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

বক্তারা দলীয় নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি সাবেক উপদেষ্টা জামাল মিয়া, এমএইচ কবির, আমিনুল ইসলাম, এমডি রবিউল্লাহ, হান্নান খান, সুহাগ মোল্লা, সাবেক সহ সভাপতি এস এম ইদ্রিস হাওলাদার, ফরিদ আহমেদ, জাকারিয়া মঞ্জুর, সাবেক ছাত্রনেতা প্রফেসর রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আল আমিন খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রাড়ি, ছাত্রনেতা সোহরাব হোসাইন শাহিন, বিএনপি নেতা গোলাম সারোয়ার রাসেলসহ মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি যুবদল এর নেতারা।

সভায় বক্তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে প্রতিটি কর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রতিটি বাড়ি, পরিবার ও প্রবাসে দলের দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
পরিশেষে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে আগামীতে দলকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্য হয়ে কাজ করার আহ্বান জানান।
Comments