রাঙামাটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ করে দলটি।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, বিএনপিকে সারাদেশের মানুষের আস্থর দল। দলটি গণতন্ত্রের কথা বলে। শহীদ জিয়ার আদর্শ গড়া দলটি আগামী নির্বাচনে বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে প্রধান সারথির ভূমিকা রাখবে বলে জানানো হয়।
Comments