জাতীয় কবির প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে "নবনন্দন সঙ্গীতালয়"-এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নজরুলসঙ্গীতের মনোজ্ঞ আয়োজন।
অনুষ্ঠানে কবির দেশপ্রেম, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রেমের বাণী একে একে পরিবেশিত গান ও সুরের মাধ্যমে ফুটে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবনন্দন সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালক মিলন ধর। তিনি কবি নজরুলের শিল্প, সাহিত্য ও সঙ্গীতের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালযন্ত্র প্রশিক্ষক সুবল বিশ্বাস। তিনি নজরুলসঙ্গীত চর্চায় তাল-লয়ের গুরুত্ব তুলে ধরেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভূপেশ দাশ এবং নবনন্দনের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি অনির্বাণ বড়ুয়া। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের দর্শনকে বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নবনন্দনের শিল্পী-শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা একে একে কবির জনপ্রিয় গান পরিবেশন করেন। শ্রোতা-দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
Comments