মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পৌর আ.লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে পদত্যাগ করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন-মুকসুদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মো: ইউনুস মুন্সী এবং মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মো: ইউনুস মুন্সী বলেন আজ ২৯ আগস্ট থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
একই সংবাদ সম্মেলনে ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম বলেন, আজ আওয়ামী লীগের রাগীতি থেকে অব্যহতি নিলাম। এখন থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক থাকবে না।
এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৫ এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২জন করে মোট ১৯ নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন।
Comments