টি–টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে নেদারল্যান্ডস দল

দীর্ঘ ১১ বছর পর আবারও বাংলাদেশে পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় পৌঁছায় তারা। সেখান থেকে দুপুরের ফ্লাইটেই সিলেটে এসে পৌছায় সফরকারীরা।
এদিকে সবশেষ ২০১৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে তারা।
এদিকে আসন্ন সিরিজের জন্য নিজেদের স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩০ আগস্ট মাঠে গড়াবে। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব কটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে। এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকেট। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকায় বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা।
Comments