বরুড়ায় সরকারি খাল দখল, জলাবদ্ধতায় স্থানীয়দের ভোগান্তি

কুমিল্লার বরুড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে কৃষিকাজও। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
সরেজমিনে জানা যায়, উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা বাজারের বড়পুল থেকে শুরু হওয়া খালের একটি শাখা গোবিন্দপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রায় ২ কিলোমিটারজুড়ে ওই খাল ভরাট করে নির্মিত হয়েছে দোকানপাট, বাড়িঘর, রাস্তা ও অন্যান্য স্থাপনা। অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা ব্যক্তিস্বার্থে খাল ভরাট করে দখল নিয়েছেন।
স্থানীয়রা জানান, গ্রামে প্রায় ৪-৫শ পরিবার বসবাস করে। একসময় খালে অবাধে পানি প্রবাহিত হলেও বর্তমানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মহিলা কলেজ ও আশপাশের স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত দুর্ভোগে পড়ছেন। এ ছাড়া গ্রামের মাটির রাস্তাগুলো বেহাল হয়ে পড়েছে।
কৃষকদের অভিযোগ, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ফসলি জমি দীর্ঘদিন পানির নিচে থাকে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় এক প্রবীণ জানান, আমি প্রথম এখানে ঘর বানিয়েছিলাম। তখন শুধু খাল ছিল, কোনো বাড়িঘর ছিল না। এখন পুরো খালটাই দখলে চলে গেছে। বহু বছর আগে একবার প্রশাসন উদ্ধার অভিযান চালাতে এসেছিল, কিন্তু কাজ হয়নি।
স্থানীয় নারী বাসিন্দারা অভিযোগ করেন, গরিবদের কথা কেউ শোনে না। ধনীরা সরকারি খাল দখল করে দোকানপাট ও বাড়িঘর তুলছে। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলে বহু গ্রাম জলাবদ্ধতার ভোগান্তি থেকে রক্ষা পেতো।
অন্যদিকে, দখলদার দোকানমালিকরা দাবি করেন, তারা নিজেদের জায়গাতেই দোকান নির্মাণ করেছেন এবং খালে পানি যাওয়ার পথ রেখেই ভরাট করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, "আমি মাত্রই বিষয়টি জানলাম। সেখানে গিয়ে সমস্যাটি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Comments