গোপালগঞ্জে পরিমাপের কম দেয়ায় দু’টি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে পরিমাপের কম দেয়ার অভিযোগে দু'টি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ আগষ্ট) বিকেলে জেলা শহরের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশন ও বেদগ্রাম এলাকার মিতা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এ জরিমানা করেন।
জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জেলার ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশন ও বেদগ্রাম এলাকার মিতা ফিলিং স্টেশনে বিএসটিআই-এর নিয়মমাফিক তেল দেয়ার বদলে কম তেল দেয়ার সত্যতা পাওয়া যায়। ফলে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে ওই দু'টি ফিলিং স্টেশনের প্রত্যেককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অনিয়ম দূর করতে আগামীতেও এমন অভিযান চালানো হয়। এ অভিযানকালে বিএসটিআই-এর কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনী সাথে ছিলেন।
Comments