ভারতের হাতেই এশিয়া কাপের শিরোপা দেখছেন শেবাগ

ভারত এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন। তার পাশাপাশি এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা। আসন্ন এশিয়া কাপেও তারাই ফেরাবিট থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগও মনে করেন, ভারতের হাতেই এশিয়া কাপের শিরোপা দেখছেন তিনি।
ভারতের সাবেক ওপেনার শেবাগ বর্তমানে স্কোয়াডে মুগ্ধ। তার পাশাপাশি তিনি মুগ্ধ ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেও। তাই এশিয়া কাপের ট্রফিটাও সূর্যকুমারের হাতেই দেখছেন তিনি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের সম্মিলিত সিদ্ধান্তে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। এর আগেও নানা সময়ে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে হয়েছিল সূর্যকুমারকে। তার পাশাপাশি অধিনায়ক হিসেবেও ভালোই সফল তিনি।
Comments