গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার (২৩ আগষ্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ১০জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ওই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ২০যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments