'ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম'

ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম উল্লেখ করে গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন ভাল মানুককে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন। যে জনপ্রতিনিধি জনগনের অধিকারের কথা বলবে।
তিনি বলেন, রাজনীতিকে সবার কাছে নিয়ে যেতে হবে। তাই জনগনের প্রতিনিধিকে নেতা বানাতে হবে। আপনাদের কাছে সুযোগ এসেছে সামনে জাতীয় সংসদ নির্বাচন যারা ভালো কাজ করে, ভালো কাজ করতে চায় তাদের এমপি বানান।
শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে জেলা গণঅধিকার পরিষদ অযোজিত এক পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপানারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটি টাকার মালিক থাকলাম। আমরা সেটার সাথে আপোষ করি নাই। আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি। আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে, তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে।
তিনি দ্বিকক্ষ বিশিষ্ট নির্বচন পদ্ধতির কথা উল্লেখ করে উচ্চকক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়ার ও দাবী জানিয়ে নুরুল হক নুর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে। এই ভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। আইনশৃংখলা বাহিনীকে যাতে আগামীতে কেউ নিজেদের পেটোয়া বাহিনীতে পরিনত করতে না পারে তার জন্য রাস্ট্র সংস্কারের পাশাপাশি আইনশৃংখলাবাহিনীকে জনবান্ধব বাহিনীতে পরিনত করার আহবান জানান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আরো বলেন, ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ। আমাদের বাঙ্গালীর মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সাংবাদিক ও বাম পন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবীদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী গুনী ব্যক্তি এই মধুমতীর তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্ম গ্রহণ করেছে। সুতরাং গোপালগঞ্জের সব মানুষ খারাপ না। তাই প্রশাসনের ভাইদের বলবো সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোন জুলুম তাদের সাথে করবেন না।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ আলি প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন নেতাকর্মীরা।
গণ অধিকার পরিষদের এই পথসভাকে কেন্দ্র করে পথসভা স্থলসহ মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Comments