নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিল অস্ট্রেলিয়া। বুধবার (২০ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, শক্তি কাউকে হত্যা করার মধ্য দিয়ে মাপা যায় না।
এর আগে নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে 'দুর্বল রাজনীতিক' আখ্যা দিয়ে অভিযোগ করেন, তিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন। কারণ, ক্যানবেরা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেওয়ার ঘোষণা দেয়।
এ নিয়ে বার্ক এবিসি রেডিও ন্যাশনালকে বলেন, আলবানিজ প্রকৃত শক্তি দেখিয়েছেন। কারণ সিদ্ধান্ত প্রকাশের আগে তিনি সরাসরি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন, যাতে আপত্তি ব্যক্তিগতভাবে তোলা যায়। অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন।
গাজা যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত সপ্তাহে ক্যানবেরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর ১৮ আগস্ট অস্ট্রেলিয়া চরম-ডানপন্থি ইসরায়েলি আইনপ্রণেতা সিমখা রথম্যানের ভিসা বাতিল করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশে বিভাজন ছড়াতে চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলিয়ান কূটনীতিকদের ভিসা বাতিল করেন।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন নিহত এবং ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জন আহত হয়েছে।
Comments