এক বছরে নিহত ৩৮৩জন ত্রাণকর্মী: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় মঙ্গলবার জানায়, ২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩জন ত্রাণকর্মী নিহত হয়েছেন৷ এর মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়৷
এই রেকর্ড সংখ্যক হত্যা নাগরিকদের মননকে সচেতন করে তোলার হাতিয়ার হোক, এমনটা বলেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান টম ফ্লেচার৷ আন্তর্জাতিক মানবতা দিবসে তিনি বলেন, ''এই মাত্রায় আঘাত, যেখানে জবাবদিহিতার একটুও স্থান নেই, আন্তর্জাতিক মহলের তৎপরতাহীনতা ও দায়সারা মনোভাবকেই তুলে ধরে৷ মানবিক কমিউনিটি হিসেবে আমাদের দাবি, যাদের হাতে ক্ষমতা আছে, তারা যাতে মানবতার পক্ষে কাজ করেন, নাগরিক ও ত্রাণকর্মীদের পাশে দাঁড়ান৷ একইসাথে দোষীদের জবাবদিহিতার সম্মুখীন করুক তারা৷''
২০২৩ সালে সারা বিশ্বে মোট ২৯৩ জন ত্রাণকর্মী (এইড ওয়ার্কার) প্রাণ হারিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৩জনে৷ এর মধ্যে ১৮০জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন গাজায়৷
নিহত ত্রাণকর্মীর সংখ্যা বৃদ্ধির এ ধারা চলতি বছরেও পালটাবে না বলে আশঙ্কা জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনা বিষয়ক কার্যালয় ওসিএইচএর৷
২০২৫ সালের প্রথম সাত মাসে ২৪৫টি বড় হামলার ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান ২৬৫জন ত্রাণকর্মী, জানাচ্ছে ওসিএইচএ'র ডেটাবেস৷
এরমধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২৩ মার্চ, যখন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহতে ভোরবেলা এলোপাথাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী৷ সেই হামলায় গাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীরা নিহত হন৷
ওসিএইচএ'র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২১টি দেশে ত্রাণকর্মীদের ওপর সহিংসতা আগের বছরের তুলনায় বেড়েছে৷ এবং সবচেয়ে বেশি ক্ষেত্রে সহিংসতার ঘটনায় জড়িত ছিল সরকারপক্ষের নানা অংশ৷
(এপি, এএফপি)
Comments