নির্বাচনের ৪০ দিন আগে প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা প্রকাশের দাবি

পোস্টাল ব্যালট বাতিল হওয়ার পরিমাণ কমাতে নির্বাচনের তারিখের অন্তত ৪০ দিন আগে প্রতীক বরাদ্দ এবং প্রার্থী তালিকা দ্রুত অনলাইনে প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–ডায়াস্পোরা অ্যালায়েন্স। গতকাল রোববার বাংলাদেশ সময় রাতে সাড়ে ৯টার দিকে ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানানো হয়। সেখানে বলা হয়, মাত্র ২১ দিনের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখনও পর্যন্ত নিবন্ধনের জন্য কার্যকর কোনো অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়নি, যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের 'লোড টেস্টিং' করতে হবে। ১৬ সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু করতে হবে। ১৫ অক্টোবরের মধ্যে তা শেষ করতে হবে। ২০ অক্টোবর সংসদীয় আসনভিত্তিক প্রবাসী ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে। ৪ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। আগামী ১০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রবাসী ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করতে হবে।
এ সময় সংবাদ সম্মেলন থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য দেওয়া সার্ভার ডাউন না হওয়া, ভুয়া ভোটার প্রতিরোধ করা এবং পোস্টাল ব্যালটের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করার জন্য নির্বাচন কমশনের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফ্রান্স প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন চৌধুরী মোহাম্মাদ ইফতেশাম, মনোয়ার হোসাইন, ফরমান উল্লাহ, মু. শাহপরান আহম্মেদ শাকিল ও ইশতিয়াক আকিব।
Comments