সুনামগঞ্জে ৪৬ লাখ টাকার চেক পেল সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার

সুনামগঞ্জে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১০টি পরিবারের সদস্যদের মাঝে ৪৬ লাখ টাকার মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ'র (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় উক্ত পরিবারের সদস্যদের হাতে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এসময় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ করে টাকা সহায়তা দেওয়া হয়েছে।
চেক বিতরণ শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন বলেন, 'সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি সমাজের জন্য এক বড় বিপর্যয়। এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকটময় সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।'
বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক (অ:দা:) দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এই বিষয়টি অনেকেই জানেন না। আমরা এই বিষয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। কেউ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে ৩০ দিনের মধ্যেই বিআরটিএ নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আর্থিক সহায়তার জন্য আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে স্থায়ী অনুসন্ধান কমিটি সুপারিশ করে। এই সুপারিশের ভিত্তিতেই মঞ্জুর হয় এই অনুদান।
তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় ৯জন নিহতের পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে ৪৫ লাখ টাকা এবং একজন আহতদের মাঝে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছি।
৫ লাখ টাকার চেক হাতে পেয়ে সড়ক দূর্ঘটনায় নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা মর্জিনা খাতুন বলেন, গতবছরের জুন মাসে শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজার নামক এলাকায় মোটরসাইকেল ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আমার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকে অভাব অনটনে দিন কাটছে। আজকে বিআরটিএ কর্তৃক আবেদনের প্রেক্ষিতে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এই টাকা আমাদের কিছুটা হলেও সহায়ক হবে।
শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজার নামক এলাকায় মোটরসাইকেল ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী মো. সাব্বির মিয়া৷ তাঁর স্ত্রী মোছা: মনোয়ারা খাতুন ৫ লাখ টাকার চেক হাতে পেয়ে বলেন, সড়ক দূর্ঘটনায় মারা গেলে টাকা দেওয়া হয় এইটা জানতাম না৷ বিআরটিএ'র মাধ্যমে জানার পর আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে ৫ লাখ টাকার চেক পেয়েছি।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক (অ:দা:) দেলোয়ার হোসেন প্রমূখ।
Comments