জামালপুরে মামলাবাজ, ভূমিদস্য নারী সবুজার বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর পৌর শহরের বাগেরহাটা গ্রামের মামলাবাজ ফারজানা আক্তার সবুজার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফারজানা আক্তার সবুজা কথিত সাংবাদিক পরিচয়ে পুলিশকে প্রভাবিত করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আসছেন। সম্প্রতি তিনি স্থানীয় এক বাসিন্দা মিলনের কাছ থেকে জাল স্বাক্ষরের মাধ্যমে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করান। একই মামলায় মিলনের ভাই ফরিদকেও আসামি করা হয়, যদিও মামলার দিন তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।
বক্তারা আরও বলেন, সবুজার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারা দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত সাপেক্ষে সবুজার দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তি দাবি করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট ভুক্তভোগীরা স্মারকলিপি প্রদান করেন।
Comments