বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ভেন্যু-সূচি প্রকাশ

আসছে অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সিরিজে থাকবে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
এই সিরিজের আগে আমিরাতেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ এবং গ্রুপ 'বি'-তে তাদের প্রতিপক্ষ আফগানিস্তানও রয়েছে। যদি বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয়, তাহলে টানা দুটি টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবে দলটি।
সিরিজ ঘোষণার সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন,"বাংলাদেশকে এই প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। সমর্থকেরা দেখতে পাবেন উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।"
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম ম্যাচ: ২ অক্টোবর
দ্বিতীয় ম্যাচ: ৪ অক্টোবর
তৃতীয় ম্যাচ: ৬ অক্টোবর
Comments