আখাউড়ায় ২ সাংবাদিকের নামে মামলা, সাংবাদিক সংগঠনের জরুরি সভা ও প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তর–এর জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ও আরটিভি ও আজকের পত্রিকার আখাউড়া প্রতিনিধি এবং আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের নামে মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলো জরুরি সভা করে প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌর শহরের কলেজপাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।
সভায় বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ প্রমুখ। বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে 'মিথ্যা ও হয়রানিমূলক' উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে শুক্রবার (১৫ আগস্ট) সকালে আখাউড়া পৌর মুক্তমঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী মফিকুল ইসলাম সুহিন, নাজমুল আহমেদ রনি, মোহাম্মদ আবির, হাসান মাহমুদ পারভেজ, অমিত হাসান অপুসহ অনেকে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে আখাউড়া থানায় মামলা করেন। এর আগে দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জসহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
Comments