সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা, ৫ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জে বিজিবি টহল দলের ওপর হামলার ঘটনায় জেলার দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলা থেকে পাঁচ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বিজিবির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির। তিনি বলেন, গত ১২ আগস্ট পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মার্চ দোয়ারাবাজারের মোকামছড়া এলাকায় ভারতীয় গরু পাচারের সময় বিজিবির টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর ইট, পাথর, বাঁশের লাঠি, হাসুয়া ও চাকু নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় আটজনের বিরুদ্ধে মামলা (মামলা নং-২৪/৭২, তারিখ: ২৪ মার্চ ২০২৫) দায়ের করা হয়। এই মামলার প্রধান দুই আসামি, খোকন মিয়া (৩২) এবং সিরাজ মিয়া (২৭)-কে বিজিবির সহায়তায় পেকপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
এদিকে, গত ৬ আগস্ট তাহিরপুরের লাউরগড় সীমান্তে চোরাচালানের সময় টহল দলের ওপর চোরাকারবারিরা পাথর নিক্ষেপ করে। এতে টহল দলের কমান্ডারসহ কয়েকজন সদস্য আহত হন এবং একটি স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তাহিরপুর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৬ আগস্ট ২০২৫) দায়ের করা হয়। ওই মামলার তিন আসামি মো. আলী (২৫), মো. আজবিরুল ইসলাম (২৫) এবং মো. কাজী মিয়া (৩০)-কে লাউরগড় এবং সাহিদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের ফলে সীমান্ত এলাকার চোরাকারবারি এবং দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানান স্থানীয়রা।
Comments