গোবিপ্রবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী "কোনটাকে বলি সংবাদ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সেমিনারের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, প্রোক্টর আরিফুল হক রাজীব বক্তব্য রাখে।
এ সেমিনারে মুখ্য আলোচনা ছিলেন সাংবাদিক মোহসীন উল হাকিম এবং আলোচক ছিলেন চ্যানেল ২৪ এর বাদল সাহা ও প্রথম আলোর নুতন শেখ। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ক্যাম্পাসে যে ধরনের সাংবাদিকতা করা হয় তা অনেক সময় বস্তুনিষ্ট হয় না। ক্যাম্পাস সাংবাদিকতা যে নিউজ প্রচার হয় তাতে ভাল সম্পাদনা প্রয়োজন। যে নিউজ প্রচার করা হবে তার একটি রেফোরেন্স, সত্য-মিথ্যা যাচাই থাকা দরকার। ঢালাও ভাকে কাউকে অভিযোগ দেয়া, ঢালাও ভাবে কাউকে নিন্দা করা, যা ইচ্ছা তাই প্রচার করা তা সাংবাদিকতার আদর্শ, নীতিনৈতিকতার মধ্যে পরে না। আশা করি এ সেমিনারের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতা এগিয়ে যাবে এবং যারা সাংবাদিকতা করছে তারা সাংবাদিকতা শিখবে।
Comments