ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা ১৫ আগস্ট

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হবে আগামী ১৫ আগস্ট। গণঅধিকার পরিষদের নুরুল হক নুর নিজেই প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থাণের জনআকাঙ্খা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক শুক্রবারের গণসমাবেশের প্রস্তুতি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বাংলাদেশ এখন এমন এক ক্রান্তিকালে আছে, যখন সৎ নেতৃত্বকে বেছে নেওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। ব্রাহ্মণবাড়িয়া সেই পরিবর্তনের সূতিকাগার হতে পারে, যদি আমরা সবাই মিলে সাহসী সিদ্ধান্ত নেই।
সংবাদ সম্মলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেন জিহাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, মামুনুল হাসান তাজ, শাহ আলম ভূইয়া, ইসমাইল হোসেন, হিজবুল্লাহ হেলালী, মহসিন আরিয়ান, শিব্বির আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
জেলা গণঅধিকার পরিষদের নেতারা জানান, সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানে জন-গণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষনা করা হবে। গণ সমাবেশ সফলে তারা জেলাবাসীকে আহবান জানান।
Comments