আখাউড়ায় ওরশ উপলক্ষে ছিনতাইয়ের প্রস্তুতি, ৪ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে সুইপার কলোনীর সামনে রেলওয়ে লাইনের উপর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খড়মপুর গ্রামের মৃত মো: আল আমিন মিয়ার ছেলে মো: মুন্না (২৫),জেলা সদরের ঘাটিয়ারা গ্রামের মো: রমজান মিয়ার ছেলে পাভেল মিয়া (২১), বরিশল গ্রামের লিটন মিয়ার ছেলে মো: আলম মিয়া (২৩) ও জেলা সদরের বরদেশীয়া গ্রামের মো: জাহাঙ্গীর হোসেনের ছেলে মো: মেহেদী হাসান (২০)।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খড়মপুর এলাকার কল্লা শাহ মাজার শরীফে বাৎসরিক ওরশ মাহফিল উপলক্ষে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ট্রেনযাত্রা সুষ্ঠু রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: শাহ আলম মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ছিনতাইকারীকে আটক করেন।
Comments