ইতালির রোমে বিএনপি নেতা কামরুজ্জামান রতনের ওপর সন্ত্রাসী হামলা, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

ইতালির রোম শহরের তর বেল্লা মোনাক্কা এলাকায় মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে এক মুখোশধারী সশস্ত্র ব্যক্তি রতনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে এলোপাতাড়ি গুলি চালায়। এতে রতনের হাত, পা ও বুকে গুলি লাগে। এ সময় আরও দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রতনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
স্থানীয় প্রবাসীরা জানান, তর বেল্লা মোনাক্কা দীর্ঘদিন ধরে রোমের অন্যতম অপরাধপ্রবণ এলাকা। প্রশাসনের কার্যকর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে এলাকা অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ২০০৯ ও ২০১৭ সালে এখানকার বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলঙ্কান প্রবাসীদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
প্রবাসী বাংলাদেশিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে তারা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত মাসে ইতালিতে আলাদা সন্ত্রাসী হামলায় দুইজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পেয়েছে।
Comments