ইতালি বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ৫ আগস্ট মঙ্গলবার রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করেছে। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশাসনের অবসান ঘটে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত। সরকার দিবসটিকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে।
দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণি পাঠ করা হয় এবং সরকারের পাঠানো প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানস্থলে 'জুলাই গণঅভ্যুত্থান' বিষয়ক গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনা পর্বে ইতালিপ্রবাসী বিশিষ্টজন ও কমিউনিটি নেতারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসীদের অবদানের স্বীকৃতির দাবি জানান।

রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, অন্তর্বর্তিকালীন সরকার একটি আত্মমর্যাদাশীল, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। রাষ্ট্রদূত রেমিট্যান্স প্রেরণ ও আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন এবং গণঅভ্যুত্থানের চেতনায় একটি ন্যায় ও সাম্যভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং বাংলাদেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Comments