বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আট জাতির এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন দাসরা।
সোমবার (৪ আগস্ট) রাতে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল৷ এরপর ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
আসন্ন সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য আজ ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। ২৬ আগস্ট দেশে এসে একদিন বিশ্রাম করে ২৮ ও ২৯ আগস্ট সিলেটে অনুশীলন করবে নেদারল্যান্ডস।
Comments