জামালপুরে জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর পৌর শহরের শেখের ভিটা এলাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৪ আগষ্ট) বিকালে শহরের শেখেরভিটা রেল লাইন সংলগ্ন এলাকার স্থানীয়রা এ মানববন্ধনে যোগদেন। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, মুখলেছুর রহমান মুন্না ও জোসনা আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিগন দীর্ঘ এক যুগ ধরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য নানান প্রতিশ্রুতি দিলেও এর কোন কার্যকরী পদক্ষেপ পৌর কর্তৃপক্ষ এখনো নেয়নি। শেখেরভিটা রেল লাইন সংলগ্ন এলাকায় বসবাসকারী ৫ শতাধিক পরিবার এই জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন ধরে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সারা বছরেই পানি থাকে। বৃষ্টি আসলে ঘরের ভেতরেই হাটু পানি থাকে। কেউ মারা গেলে জানাযা দাফনের কাজও করা যায় না। নেই কোন রোড লাইট ও ড্রেনেজে ব্যবস্থা। সারা বছরই অন্ধকার থাকে রেল লাইনের দুই পাশ।
বক্তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন ও ভূমি দস্যুদের প্রভাবে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে সিএনজি স্টেশন করা হয়েছে। এই জলাবদ্ধতার এটাই মূল কারণ। তবে পৌর কর্তৃপক্ষ চাইলে এই সিএনজি স্টেশনের পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে ও পরিকল্পিত ভাবে নগরায়নের মাধ্যমে আমাদের শেখেরভিটা এলাকাবাসীর স্বস্তি ফিরিয়ে দিতে পারে।
দ্রুত সময়ের মধ্যে পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে রেল ও সড়ক পথ বন্ধ করে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন বক্তারা।
Comments