অবশেষে শিরোপা জিতলেন ডি ভিলিয়ার্স

কোনো মেজর ট্রফি ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। শিরোপার নিকটে গিয়েও ফিরেছেন হৃদয়ভাঙার গল্প লিখে। এবার অবশ্য কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা নয়, সাবেক ক্রিকেট তারকাদের টুর্নামেন্ট 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডসে' চ্যাম্পিয়ন হলেন এই ভিলিয়ার্স। ৫ ম্যাচে তিন সেঞ্চুরিতে তিনি দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ইংল্যান্ডের এজবাস্টনে গতকাল অনুষ্ঠিত হয়েছে সাবেক ক্রিকেটারদের এই প্রতিযোগিতার ফাইনাল। যেখানে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স, ১৯ বল এবং ৯ উইকেট হাতে রেখে নিশ্চিত করেছেন শিরোপাও।
লেজেন্ডস লিগে ফাইনালসহ তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স। যা এক আসরে সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ৪৭ বলে। ৬০ বলে ৪১ বছর বয়সী এই তারকা ব্যাটার করেন ১২০ রান। এর আগে ডি ভিলিয়ার্স ২৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে ৪১ এবং ২৭ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় ডি ভিলিয়ার্সের পর জেপি ডুমিনির ২৮ বলে ফিফটির সুবাদে গন্তব্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এবারের চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডস লিগে সর্বোচ্চ ৪৩১ রান এসেছে ডি ভিলিয়ার্সের ব্যাটে। যার সুবাদে তিনি ফাইনাল এবং টুর্নামেন্টসেরাও হয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ট্রফি জিততে না পারার আক্ষেপ কিছুটা হয়তো সান্ত্বনার এই জয়ে ঘোচালেন। অবশ্য বছরটাই যে ডি ভিলিয়ার্সের জন্য স্মরণীয় হয়ে উঠেছে। দীর্ঘ সময় তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেললেও, চূড়ান্ত সাফল্য পাননি। বিরাট কোহলিরা প্রথম শিরোপা জিতেছে এবার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাও গত জুনে নির্দিষ্ট ফরম্যাটে প্রথম কোনো বিশ্বসেরার মুকুট পেয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে টেম্বা বাভুমার নেতৃত্বে।
লেজেন্ডস লিগের ফাইনালে আগে ব্যাট করা পাকিস্তান চ্যাম্পিয়ন্সের হয়ে ৪৪ বলে ৭৬ রান করেন শারজিল খান। এ ছাড়া ১৯ বলে ৩৬ রান করেন উমর আমিন। যাতে ভর করে ১৯৫ রানের পুঁজি পেলেও ডি ভিলিয়ার্সদের সামনে তা যথেষ্ট ছিল না পাকিস্তানের জন্য। বোলিংয়ে তাদের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন সাঈদ আজমল।
Comments