ইতালিতে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালিত

ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি'ও 'রেমিট্যান্স যোদ্ধা দিবস'। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করা হয় ২০২৪ সালের গণআন্দোলনে নিহত শহীদদের।
২ আগস্ট রোমে অবস্থিত দূতাবাস চত্বরে দিনব্যাপী এ আয়োজনে ছিল গ্রাফিতি ও ফটো-গ্যালারি উদ্বোধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। পরে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ লকিয়ত উল্লাহ, দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক, বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন, সাংবাদিক মনিরুজ্জামান মনির, লাবণ্য চৌধুরী, মিনহাজ হোসেন, ওয়াহেদুজ্জামান দিপু এবং এনসিপি নেতা সালাউদ্দিন আকন।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের মুক্তির চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জুলাই-আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, জুলাই-আগস্ট গণআন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। আর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছেন দেশের অর্থনীতির অদৃশ্য নায়ক।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশ্বব্যাপী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments