পাকিস্তানের জার্সি ঢাকতে বলার ঘটনায় ক্ষমা চাইল ল্যাঙ্কাশায়ার

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্টে এক দর্শক পাকিস্তানের জার্সি পরে মাঠে খেলা দেখতে আসেন। নিরাপত্তা কর্মীরা সেই দর্শককে জার্সি ঢাকতে বলেন। তবে সেই দর্শক জার্সি না ঢাকায় তাকে মাঠ থেকে বের করে দেয়া হয়। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠ। তাদের মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সেই দর্শকের কাছে ক্ষমা চেয়েছে ক্লাবটি। এদিকে ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সেজন্য নীতিমালা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।
ফারুক নামের সেই দর্শক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার পর সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, ল্যাঙ্কাশায়ারের একজন নিরাপত্তাকর্মী ফারুককে জানান, জার্সি ঢাকতে বলার নির্দেশ 'উপরে' থেকে এসেছে।
ঘটনার পর ল্যাঙ্কাশায়ার এক বিবৃতিতে জানায়, নিরাপত্তাকর্মী ও পুলিশের সঙ্গে 'অগ্রহণযোগ্য আচরণ' করার কারণেই ফারুককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। রোববার, টেস্টের পঞ্চম দিনে এ ঘটনা ঘটে।
তবে পরে ক্লাবটি বিষয়টি নিয়ে তদন্ত করে এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলে, 'অনিচ্ছাকৃতভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় আমাদের নীতিমালা পর্যালোচনা করা হবে।'
ল্যাঙ্কাশায়ার আরও জানায়, শনিবার ম্যাচের চতুর্থ দিনে ভারত ও পাকিস্তানের সমর্থকদের মধ্যে আরেকটি ঘটনার কারণে ফারুকের বিষয়টি অতিরিক্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হয়েছিল। ওইদিন পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে ভারতের কিছু দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা পতাকা সরিয়ে রাখতে বললে সমর্থকরা তা মেনে নেন।
ক্লাবের ভাষায়, 'আমাদের উদ্দেশ্য কখনওই স্রেফ পাকিস্তানের জার্সি পরার কারণে কাউকে মাঠ থেকে বের করে দেওয়া ছিল না।'
ঘটনার ব্যাখ্যায় আরও বলা হয়, 'রোববার আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিই যাতে কোনো উত্তেজনা না ছড়ায় এবং তার (ফারুক নজর) নিজের নিরাপত্তার কথা ভেবেই আমাদের কর্মীরা তাকে জার্সিটি ঢেকে রাখতে অনুরোধ করেন। তবে একাধিকবার অনুরোধের পরও তিনি সম্মত হননি।'
ভারত-পাকিস্তানের রাজনৈতিক শত্রুতার কারণে ক্রিকেট সম্পর্কও বন্ধ অনেক দিন ধরে। গত এক যুগে দ্বিপাক্ষিক সিরিজের মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই এই দুই দলের লড়াই দেখা যায়।
Comments