আওয়ামী ফ্যাসিজমে জনগণ ভোটাধিকার হারিয়েছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেট এম জাহিদ হোসেন বলেছেন, এদেশে আওয়ামী ফ্যাসিজমের কারণে জনগণ বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিচার বিভাগ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ দপ্তরে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।
তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে যারা গুম, হত্যা ও নির্যাতনে জড়িত ছিল, তাদের বিচার হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তিনি আরও অভিযোগ করেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল, অথচ এখন এক বছর হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়নি। বরং ফ্যাসিস্ট শাসনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে। আমরা চাই দ্রু নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন হোক।
বুধবার (৩০ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইসব কথা বলেন ডাঃ জাহিদ হোসেন।
এসময় মাহেরীনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক সেলিম, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ ও স্থানীয় নেতৃবৃন্দ।
Comments