ফিলিস্তিনিদের চাকরি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের ক্যাফে ৩০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ। অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকারী দুই ফিলিস্তিনিকে নিয়োগ দেওয়ার দায়ে এ শাস্তিমূলক সিদ্ধান্ত কার্যকর করা হয়।
রোববার (২৭ জুলাই) পুলিশ ক্যাফের সব কার্যক্রম বন্ধ করে শাটার নামিয়ে দেয়। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০ দিনের জন্য সিলগালা করে নোটিশ সাঁটিয়ে দেয় পুলিশ। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
ওই ফিলিস্তিনিরা পশ্চিম তীরের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেন। পরে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফেতে স্বল্প বেতনে নিয়োগ পান।
পুলিশ জানিয়েছে, গত ১৮ জুলাই ক্যাফেতে তল্লাশি চালানোর সময় তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকারী দুই ফিলিস্তিনিকে খুঁজে পেয়েছে। এদের একজন হেব্রনের বাসিন্দা এবং অপরজন বেইত উলার বাসিন্দা। দুজনের বয়স ২০ বছর।
ওই দিনই পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। আর এ সময় বিশ্ববিদ্যালয়ের দায় নিয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ। প্রাথমিক তদন্তে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ আসে। এরপরই আজ আবার ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে।
৩০ দিনের জন্য ক্যাফে বন্ধ রাখার নির্দেশ দিয়ে ইসরায়েল পুলিশ বলেছে, শাস্তির সময় শেষ হওয়ার আগে ক্যাফে চালু করলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। চাকরি দেওয়ার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। এ ছাড়া অবৈধ ফিলিস্তিনিদের ব্যাপারে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।
Comments