পাকিস্তান-ভারত ম্যাচের তীব্র সমালোচনা করলেন ভারতের সাবেক অধিনায়ক

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনে ক্রিকেট অনেকদিন ধরেই মাঠের বাইরে। তবে সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন এক আসরে মুখোমুখি হয়, তখন উত্তেজনা থাকে তুঙ্গে। আসন্ন এশিয়া কাপেও এমন একটি ম্যাচের অপেক্ষায় ছিল ক্রিকেটবিশ্ব। অবশেষে শনিবার (২৬ জুলাই) প্রকাশিত হলো এবারের এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু, যেখানে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। তারা মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর।
কিন্তু এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় ভারতের কড়া সমালোচনা করেছেন তিনি। আজহারউদ্দিন মনে করেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারলে, দ্বিপাক্ষিক সিরিজেও খেলতে হবে। নইলে কোনো প্রতিযোগিতাতে অংশ না নেয়াই উচিত। এনডিটিভি
আজহারউদ্দিন বলেন, আমি সব সময়ই বলি- হলে সব জায়গায়তেই হওয়া উচিত, আর না হলে কোথাও না। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয়, তাহলে আন্তর্জাতিক ইভেন্টও খেলা উচিত নয়। এটাই আমি বিশ্বাস করি। কিন্তু সরকার ও বোর্ড যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই ঘটে।
সম্প্রতি 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস'-এ পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডস দল। এতে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় বোর্ডের অবস্থানকে 'দ্বিমুখী আচরণ' বলে মন্তব্য করলেন আজহারউদ্দিন।
বিশ্লেষকদের মতে, ভারতের এই অবস্থান শুধু ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তবে মাঠের খেলা এবং কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এক সুতোয় বাঁধা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এবারের এশিয়া কাপে যদি উভয় দল ফাইনালে জায়গা করে নেয়, তাহলে মোট তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেই উত্তাপ ছড়ানো লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক।
Comments