‘দ্রুততম’ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন ডেভিড

টান দুই ম্যাচে হার। তাই সিরিজ বাঁচাতে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের সামনে। এমন ম্যাচে অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে ২১৪ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা। তবে এই রানও যথেষ্ঠ হয়নি। ৩৭ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন টিম ডেভিড। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।
প্রথমে ব্যাট করতে নেমে ব্রান্ডন কিংয়ের ফিফটির সঙ্গে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক হোপ। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। কিং ৩৬ বলে করেন ৬২ রান। এছাড়া ৫৭ বলে ১০২ রানে অপরাজিত থাকেন হোপ।
২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপ্রান্তে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। তবে অন্যপ্রান্তে ঝড় তোলেন ডেভিড। মাত্র ৩৭ বলে তুলে নেন সেঞ্চুরি। যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এতদিন রেকর্ডটি ছিল জস ইংলিসের (৪৩ বলে সেঞ্চুরি)। ১১ ছক্কার সঙ্গে ৬টি চার মারেন ডেভিড।
ডেভিডের ব্যাটে ভর করে ১৬ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় অজিরা। ম্যাচে ৩৭ বলে ১০২ রানে অপরাজিত থাকেন ডেভিড।
এমন মারকুটে ইনিংস খেলে বেশ রোমাঞ্চিত ডেভিড। ম্যাচ শেষে তিনি বলেন, 'কখনও ভাবিনি অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরির সুযোগ পাবো। আমি তাই খুবই রোমাঞ্চিত। পিচ ভালো ছিল, বাউন্ডারি ছোট ছিল। ওয়ার্নার পার্কে ব্যাটিং করা সবসময়ই দারুণ, সিপিএলের অভিজ্ঞতা কাজে লেগেছে। পাওয়ার ব্যাটিং নিয়ে তো অনেক কাজ করেছি, এখন শট নির্বাচন নিয়ে কাজ করছি।'
Comments