ফ্রান্সে বাশার আল-আসাদের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ফ্রান্সে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর শাফাক নিউজের
২০১৩ সালে দামেস্কের কাছে ভয়াবহ রাসায়নিক হামলায় আল-আসাদের জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে এই পরোয়ানা জারি করা হয়েছিল। ওই হামলায় ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
তবে ফ্রান্সের কোর্ট অব ক্যাসেশন জানায়, একজন রাষ্ট্রপ্রধান বিদেশি আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন না, এমনকি যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলেও। ফলে আল-আসাদের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের দায়ে ওই পরোয়ানার আইনি ভিত্তি নেই।
আদালতের প্রেসিডেন্ট ক্রিস্টোফ সুলার্দ জানিয়েছেন, যেহেতু আল-আসাদ এখন আর রাষ্ট্রপ্রধান নন, তাই ভবিষ্যতে নতুন করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা যেতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং রাশিয়ায় পালিয়ে যান। বর্তমানে এইচটিএস প্রধান আহমাদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
Comments