কানাডার দ্য বুচার্ট গার্ডেন্স

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভারের অদূরে ভিক্টোরিয়া দ্বীপে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের নাম দ্য বুচার্ট গার্ডেন। এটি ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়া শহরের খুব কাছে রেন্টউড বে-তে অবস্থিত। প্রতি বছর গড়ে প্রায় দশ লাখের বেশি পর্যটক এ সুদৃশ্য বাগান পরিদর্শনে আসেন।
বাগানটি শুরু হয় ১৯০৪ সালে। রবার্ট পিম বুচার্ট নামে এক শিল্পপতির স্ত্রী জেনি বুচার্ট একটি পুরনো চুনাপাথরের খনিকে রুপান্তর করে একটি ফুলের বাগান তৈরি করার স্বপ্ন দেখেন। ধাপে ধাপে এ বাগানটি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যে সাজানো হয় এবং একে বিশ্বের অন্যতম সুন্দর উদ্যান হিসেবে গড়ে তোলা হয়।

বাগানটির প্রধান আকর্ষণ হচ্ছে নানাবিধ ফুল ও বৃক্ষরাজির সমন্বয়ে নির্মিত বাহারি কর্ণার। তার মধ্যে উল্লেখযোগ্য ৫টি গার্ডেন হলো-
* সানকেন গার্ডেন
* রোজ গার্ডেন
* জাপানিজ গার্ডেন
* ইটালিয়ান গার্ডেন
* মেডিটারেনিয়ান গার্ডেন।
প্রতিদিন কিছু বিশেষ আকর্ষণ থাকে পর্যটকদের জন্য। গ্রীষ্মে রাতে আতশবাজি, লাইভ মিউজিক ও কনসার্ট আর শীতকালে ক্রিসমাস লাইট ডিসপ্লে। এছাড়া প্রায় প্রতি কর্ণারে আছে চা-কফি, খাবারের রেষ্টুরেন্ট ও গিফট শপসহ বিনোদনের নানা উপকরণ।

অনিন্দ্য সুন্দর বুচার্ট গার্ডেন্স সারা বছর খোলা থাকে। এ বাগান কেবল একটি পর্যটন কেন্দ্র নয়। এটি যেন পরিবেশ, উদ্ভিদবিদ্যা এবং নান্দনিকতার একটি জীবন্ত পাঠশালা। শিশু ও শিক্ষার্থীদের কাছে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে শেখার অসাধারণ একটি জায়গা।
নি:সন্দেহে বলা যায়, দ্য বুচার্ট গার্ডেন্স প্রকৃতিপ্রেমী এবং ফুলপ্রেমীদের জন্য একটি স্বর্গ। এর প্রতিটি কোণে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের সৃজনশীলতার মেলবন্ধন দেখা যায়। কানাডার ভ্যানকুভারে বেড়াতে এলে এ নৈসর্গিক সৌন্দর্যের সুন্দর গোছানো বাগানটি দেখা উচিত ভ্রমণ পিপাসুদের। সেসাথে ভিক্টোরিয়ার এসেম্বলি ভবন, সীপ্লেন, এয়ার শো, এস্ক্যাপ, হোয়েল ওয়াচিং এর আইকনিক বিষয়াদি মনে রাখার মত।

বাংলাদেশ থেকে পারিবারিক গ্রুপ ট্যুরে কানাডায় বেড়াতে এসে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারের প্রশান্ত মহাসাগরবর্তী ভিক্টোরিয়ায় শিপযোগে এসে বুচার্ট গার্ডেন পরিদর্শন আমাদের সফরকে বেশ সমৃদ্ধ করল। এর নান্দনিকতা কোনভাবেই ভোলার নয়। বাকৃবিতে অধ্যয়নকালে স্নাতকোত্তর পর্যায়ে উদ্যানতত্ত্বের ফুলবিদ্যায় ডিগ্রী অর্জন করেছি বলে দ্য বুচার্ট গার্ডেনটি আমায় ভীষণ মুগ্ধ করেছে। এমনি আরেকটি বিশ্বনন্দিত গার্ডেন আমার দেখার সৌভাগ্য হয়েছিল নেদারল্যান্ডস এর কিউকেনহফ টিউলিপ ফ্লাওয়ার গার্ডেন। তবে কিউকেনহফ বিশেষায়িত একটি ফুল (টিউলিপ) এর উপর ভিত্তি করে নির্মিত আর বুচার্ট গার্ডেন্স হল সহস্রাধিক নানাবিধ প্রজাতির ফুল ও বৃক্ষরাজির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ একটি বোটানিক্যাল গার্ডেন যা পৃথিবীর সব প্রান্তের উদ্ভিদের প্রতিনিধিত্ব করে।
লেখক: পরিচালক, মাইক্রো ফাইবার গ্রুপ
Comments