তাল গাছ থেকে পড়ে গুরুতর আহত বাক প্রতিবন্ধী মোজাম্মেল, চিকিৎসায় প্রয়োজন অনেক টাকা

পটুয়াখালী মহিপুরে তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন সবার প্রিয় বাক প্রতিবন্ধী হতদরিদ্র মো. মোজাম্মেল (৪৫)। তার পাঁজরের হাড় ভেঙ্গে গেছে এবং মেরদন্ডে ব্যাপক ফ্যাচার হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করাতে পারছেনা স্বজনরা। সে দীর্ঘদিন তালগাছ ও নারিকেল গাছ পরিচ্ছন্নের কাজ করে আসছিলো।
মোজাম্মেলের পরিবার সূত্রে জানা যায়, মোজাম্মেল বিকেলে বিপিনপুর গ্রামের মামুন হাওলাদারের একটি তাল গাছে তালপাতা কাটতে ওঠেন। এ সময় সে অসর্তকতাবসত ৬০ ফুট উপর থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করে। কিন্তু অর্থের অভাবে স্বজনরা তাকে বরিশাল নিয়ে যেতে পারছেনা। বর্তমানে শরীরের যন্ত্রনা নিয়ে কুয়াকাটা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে মোজাম্মেল। তাই তার উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা বলেন, মোজাম্মেল একজন বাক প্রতিবন্ধী এবং অসহায় দিনমজুর। শিশুকালে তার বাবা মারা যান। সেই থেকেই মানুষের বাসা বাড়িতে দিনমজুর কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে মোজাম্মেল একজন পরোপকারী মানুষ। কারো বিপদ দেখলেই মোজাম্মেল ছুটে গিয়ে সহযোগিতা করতো। কিন্তু মোজাম্মেল আহত হওয়ার পর তাকে সহায়তায এগিয়ে আসেনি কেউ।
মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, মোজাম্মেল একজন সাংবাদিকবান্ধব মানুষ। তিনি কোন সাংবাদিককে ক্যামেরা নিয়ে আসতে দেখলেই তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতেন। তাকে সুস্থতা কামনা করছি। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, মোজাম্মেলের মেরুদন্ডে ফ্র্যাকচার হয়েছে এবং পাজরের একটি হাদ ভেঙ্গে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে প্রেরণ করা হয়েছে। দ্রুত তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
মোজাম্মেলকে সহযোগিতা করা যাবে এই নম্বরে, নগদ-01716179573
Comments