দেশ থেকে মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করব : নাহিদ

সমৃদ্ধ দেশ গঠনে পর্যটন ও বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ, কক্সবাজারবাসী সংস্কার ও বিচারের অপেক্ষায় আছে। আমরা দাবি দিয়েছি, জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বোঝে, কে বুঝে না, তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায়। আগামীর পরিচ্ছন্ন বাংলাদেশ প্রতিষ্ঠায় সংস্কার ও বিচার সঠিক সময়ে হতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে ভাবতে হবে কক্সবাজারকে নিয়ে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
নাহিদ বলেন, উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে। জনগণের কথা চিন্তা করে, দেশের কথা ভেবে সব দলের উচিত সংস্কারের পক্ষে কথা বলা। সংস্কার কোনো দলের পক্ষে নয়, দেশের পক্ষে। ৩ আগস্ট শহিদ মিনারে উপস্থিত হব আমরা। জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে গতকাল শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে পদযাত্রা পরবর্তী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ এসব কথা বলেছেন। এনসিপি প্রধান বলেন, গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। দেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ দেওয়া হবে না। কক্সবাজারেও নতুন গডফাদারের আবির্ভাবে প্রতিরোধ গড়ে তুলুন। তিনি বলেন, কক্সবাজারে জুলাই আন্দোলনে ভিনদেশি হয়েও রোহিঙ্গা নুর মোস্তফা জীবন দিয়েছে। তাকে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি।
নাহিদ বলেন, আমরা কক্সবাজারকে সম্ভাবনার জায়গা হিসেবে দেখি। বাংলাদেশের ভবিষ্যত্ ও সম্ভাবনা এ বঙ্গোপসাগরকে ঘিরে। আমাদের সমুদ্র শক্তি, নৌশক্তিতে বলিয়ান হতে হবে। এক্ষেত্রে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের বুকে মডেল হিসেবে কক্সবাজারকে গড়ে তোলা-ই আমাদের লক্ষ্য। পর্যটনশিল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কক্সবাজারে পর্যটনের নামে আওয়ামী লীগ শুধু লুটপাট আর উচ্ছেদ চালিয়েছে। আমরা চাই একটি পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে কক্সবাজারের স্থানীয় জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ড. ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই রোহিঙ্গা সমস্যার দ্রুত ও সম্মানজনক সমাধান করুন। তাদের নিজ দেশে নিরাপদে ও অধিকারসহ ফিরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন।
পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১২টা ৪৫ মিনিট হতে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। বেলা ২টার দিকে তারা পাবলিক লাইব্রেরি মাঠে এসে পৌঁছায়।
সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, দলীয় নেতা ডা. তাসনীম জারা, নাছির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন ও এনসিপির জেলা সংগঠক ওমর ফারুখ। সমাবেশ শেষে পদযাত্রাটি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়।
Comments