গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার (১৮ জুলাই) দাবি করেছে, উত্তর গাজা থেকে ছোড়া একটি রকেট দক্ষিণ ইসরায়েলের উদ্দেশে নিক্ষেপ করা হয়। তবে মধ্যপথেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ওই রকেট প্রতিহত করা হয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এই রকেট হামলার কারণে নেটিভ হা'আসারা সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
রকেট হামলার ঘটনার পর গাজা বা ফিলিস্তিনের কোনো পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। গাজার ওপর দীর্ঘমেয়াদি এবং ভয়াবহ দমনপীড়নের মধ্যেই এ ধরনের বিচ্ছিন্ন রকেট হামলা হয়ে থাকে।
ইসরায়েল গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের হামলায় গাজা শহরের অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, হাসপাতাল, স্কুল ও মানবিক সহায়তা কেন্দ্রগুলো টার্গেট হওয়ায় চরম খাদ্য সংকট ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে।
সূত্র : আনাদুলু
Comments