গাজা উপত্যকার কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়: জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণের সমালোচনা অব্যাহত রেখেছেন। রক্ষণশীল এই নেতা বলেছেন, 'গাজা উপত্যকার কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়।'
শুক্রবার (১৮ জুলাই) বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্জ গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
তিনি যুদ্ধবিরতি অর্জন এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার উপায় নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন বলেও উল্লেখ করেন।
মার্জ আরও বলেন, 'আমরা প্রথমে সেখানে যুদ্ধবিরতি এবং দ্বিতীয়ত এই অঞ্চলের জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তার জন্য চাপ দিচ্ছি।'
তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপের সময় এই 'উদ্বেগগুলো উত্থাপন করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় তার কূটনৈতিক প্রচেষ্টা' অব্যাহত রাখার বিষয়টি জানিয়েছেন।
গাজায় ভোর থেকে ত্রাণপ্রার্থীসহ ২৪ ফিলিস্তিনিকে হত্যা
এদিকে, আজ শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে আবাসিক এলাকা এবং বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।
তুর্কিভিত্তিক টিআরটি গ্লোবাল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ও আল-নাজলা এলাকায় একদল বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি হামলায় এক শিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনিসে, যেখানে ভোরের দিকে একাধিক হামলায় ১৪ জন নিহত হয়।
Comments