কলাপাড়া ডাকাতির সময় যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূ দলবদ্ধ ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধষ ডাকাতিসহ আমেরিকা প্রবাসী নববধূ ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতংক। এ ঘটনায় সন্দেজনক দু'জনে গ্রেপ্তার করা হলেও মূল অপরাধী ডাকাত চক্র রয়েছে ধরাছোয়ার বাইরে। দীর্ঘ কয়েক মাস ধরে একের পর এক ডাকাতির সাথে হত্যা, ধর্ষণসহ দুর্ধর্ষ চুরির ঘটনায় উপজেলা জুড়ে আতংক আর উদ্বেগ ছড়িয়ে পড়লেও বাড়েনি পুলিশি নজরদারি। পুলিশ নজরদারি বাড়ানোসহ সংঘবদ্ধ ডাকাত দল এবং এলাকার দোষরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি সকলের।
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীতে স্বামীর গ্রামের বাড়িতে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূ। সোমবার রাত আড়াইটার সময় জানালার গ্রীল কেটে বসত ঘরে প্রবেশ করে ৭-৮ জনের সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত দল। শিশুসহ ঘুমন্ত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-মুখ-চোখ বেঁধে নেয়া হয় আলাদা কক্ষে। এসময় স্বামীর হাত-পা-মুখ-চোখ বেঁধে তার সামনেই প্রবাসী নববধূকে চার জন মিলে ওই শয়ন কক্ষেই দলবদ্ধ ধর্ষণ করে। ডাকাতি শেষে ঘরে থাকা ১৩ ভরি স্বর্ণসহ নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। ভূক্তোভোগী নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে কলাপাড়া থানায় মামলা করেছেন। সন্দেহজনক দু'জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থ পরিদর্শন করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
ভূক্তভোগী পরিবারের সদস্য রফিকুল ইসলাম বলেন, ডাকাত দলের সবাই কালো কাপড়ে মুখ বাধাঁ ছিল। হাতে আগ্নেয়াস্ত্রসহ রামদা, চাপাতি ছিল। তারা অস্ত্রের মুখে আলমারি ও শোকেজের চাবি কেড়ে নিয়ে স্বর্নালংকারসহ টাকা কেড়ে নেয়।
ভূক্তোভোগী নারীর স্বামী তরিকুল ইসলাম সুনান বলেন, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। তাকে সহ তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে (নিশাত তাবাসুম) বেদম মারধর করে লাঞ্চিত করে।
এলাকাবাসী নিজাম ও নাসির তালুকদার বলেন, ডাকাতির সাথে শ্লীলতাহানির ঘটনায় এলাকা জুড়ে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এর সুষ্ঠ বিচার দাবী করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ৫ই আগস্ট পরবর্তী বেশ কয়েকটি ডাকাতির সাথে হত্যা, ধর্ষন সহ দুর্ধষ চুরির ঘটনায় এলাকায় আতংক, উদ্বেগ ছড়িয়ে পড়লেও দৃশ্যমান নেই পুলিশ তৎপরতা। প্রতিরাতে আতংক আর উদ্বেগ নিয়ে র্নিঘুম রাত কাটাতে হয়। মাসের পর মাস এই অবস্থা চলছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দু'জনকে ইতোমধ্যে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। প্রকৃত অপরাধীদের ধরতে চলছে অভিযান। উপজেলা জুড়ে পুলিশ তৎপরতা বাড়ানো হয়েছে এমন দাবী তার।
Comments