হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় নিয়ে উড়ন্ত সূচনা করেছে লাল-সবুজ শিবির। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার হিমালয় কন্যাদের বিপক্ষে মাঠে নামবে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে ফিনিশিংয়ে কিছু ভুল ছিল, এবার তা শুধরে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য দলের।
দলের হেড কোচ পিটার বাটলার বলেন, 'নেপাল শক্তিশালী দল। তবে আমরা তাদের নিয়ে ভীত নই। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে মাঠে নামব এবং আমাদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে আনতে চাই।'
এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে মূল পর্বে জায়গা করে নেয়া দলের আটজন ফুটবলার রয়েছেন এই সাফ স্কোয়াডেও। যার ফলে দলের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, 'আমরা কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখছি না। প্রতিটি ম্যাচেই আমরা শতভাগ দিয়ে খেলব এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামব।'
অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, 'আমাদের লক্ষ্য একটাই-জয়। যেভাবেই হোক, আমরা শিরোপা ধরে রাখতে চাই।'
অন্যদিকে, নেপালও দুর্দান্ত ফর্মে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী তারা। তবে ২০২৩ সালে এই ফরম্যাটে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এবার ঘরের মাঠে সেই ইতিহাস পুনরাবৃত্তির অপেক্ষায় জয়িতারা।
টুর্নামেন্টে দুই দলের দুর্দান্ত ফর্ম এবং আগের ইতিহাস ঘিরে জমে উঠেছে এই ম্যাচ ঘিরে উত্তেজনা। লাল-সবুজের সমর্থকরা তাই আশায় বুক বেঁধেছেন নেপালের বিপক্ষে আবারও গর্জে উঠবে বাংলাদেশের মেয়েরা।
Comments